আন্দোলন আর হারানোর বেদনায় কেটেছে চুয়েটের ২০২৪, ছিল সুখবরও
- চুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০১:০০ PM
গ্রেগরিয়ান ক্যালেন্ডারের গৌরবময় অধ্যায়ে যুক্ত হয়েছে আরেকটি নতুন পাতা। ২০২৪ সাল বিদায় জানিয়ে পৃথিবী নতুন সম্ভাবনার ভোরকে আলিঙ্গন করেছে। বিদায়ী বছরটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) জন্য ছিল, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের হারানোর শোক এবং নানাবিধ চ্যালেঞ্জের মিশ্র এক অধ্যায়।
শিক্ষার্থীদের আন্দোলন, প্রশাসনিক পরিবর্তন এবং অবকাঠামোগত উন্নয়নের মতো উল্লেখযোগ্য ঘটনা চুয়েটকে বছরের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বছরজুড়ে নানান ইস্যুতে চলেছে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন। সেসব আলোচিত ঘটনার কথা তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি সাইকা শুহাদা।
চুয়েট হারিয়েছে যাদের
চট্টগ্রামের কাপ্তাই সড়কে শাহ আমানত পরিবহনের বাসের ধাক্কায় প্রাণ হারান চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের (২০ ব্যাচ) শিক্ষার্থী শান্ত সাহা এবং একই বিভাগের ২য় বর্ষের (২১ ব্যাচ) শিক্ষার্থী তাওফিক হোসাইন। দুই সহপাঠী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর চার দিন ধরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। আটকে রাখা শাহ আমানত পরিবহনের দুটি বাসে আগুন দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এ দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে আন্দোলন করেন।
প্রাক্তন শিক্ষার্থী হত্যার বিচারের দাবি
রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্ট আবাসিক এলাকায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে জমির মালিক চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী তানজিল জাহান ইসলামকে (তামিম) পিটিয়ে হত্যা করা হয়। তামিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন ‘সর্বস্তরের প্রকৌশলী ও নাগরিক সমাজ।’
কিউএস র্যাঙ্কিংয়ে দেশের মধ্যে পঞ্চম অবস্থানে চুয়েট
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (কোয়াকোয়ারেলি সাইমন্ডস) প্রকাশিত ২০২৫ সালের ওয়ার্ল্ডস ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এ বাংলাদেশ প্রেক্ষিতে পঞ্চম স্থান অধিকার করে চুয়েট।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন
অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বজনীন পেনশনের ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন প্রত্যাহার ও ইউজিসির আপগ্রেডেশন নীতিমালা বাতিলের দাবিতে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সরকারের পক্ষ থেকে আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন শিক্ষকরা।
জুলাই অভ্যুত্থানে চুয়েট
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারাদেশের ক্যাম্পাসগুলোর মতো আন্দোলন করেছে চুয়েটের শিক্ষার্থীরা। কাপ্তাই-রাঙ্গুনিয়া মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চুয়েটের শিক্ষার্থীরা।
মধ্যরাতে হল ত্যাগ করতে বাধ্য করা
সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের তাৎক্ষণিক হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্যে ঢাকার উদ্দেশ্যে তিনটি বাসের ব্যবস্থা করা হয়। চুয়েটের শিক্ষার্থীদের বহনকারী ঢাকাগামী বাসে হামলার ঘটনা ঘটে।
চুয়েটে ছাত্র-রাজনীতি বয়কট করে বিক্ষোভ
দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সহ সব রাজনৈতিক সংগঠনকে বয়কটের ডাক দিচ্ছেন শিক্ষার্থীরা।
এতে অংশ নেন চুয়েটের শিক্ষার্থীরাও। এর পরিপ্রেক্ষিতে চুয়েটে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। ১৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য, উপ-উপাচার্যের পদত্যাগ
শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমদ।
হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে চুয়েট জুড়ে গ্রাফিতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্বিচার হত্যার প্রতিবাদ, মামলা প্রত্যাহার, গুম-আটক শিক্ষার্থীদের মুক্তি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ বেশ কিছু দাবিতে দেয়াল লিখন ও বিভিন্ন লেখা সংবলিত গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানান চুয়েটের শিক্ষার্থীরা
র্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ১১ শিক্ষার্থীকে শোকজ
র্যাগিংয়ে অভিযোগে ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।
আরো পড়ুন: শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ
পুরস্কার
প্রকৌশল বিদ্যার পাশাপাশি দেশ–বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেন শিক্ষার্থীরা। গত বছরের আগস্ট মাসে অ্যাকশনএইড ও দ্য ডেইলি স্টার আয়োজিত ক্লাইমেট জাস্টিস আইডিয়া প্রতিযোগিতায় ওয়াটার রাইটস ক্যাটাগরিতে ১৫৬টি দলকে পেছনে ফেলে বিজয়ী হন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী সাবিক আফতাহী, পুরকৌশল বিভাগের তাজরীন তাবাসসুম এবং তানভীরুল ইসলামের দল ইউন্যানিমাস।
৩০ নভেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্ল্যানার আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ তালবি, কৌশিক কাব্য ও আবদুল্লাহ আবীর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এনার্জি ফেস্টে ক্যাড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গত ১৩ ডিসেম্বর ২০টি দলকে হারিয়ে বিজয়ী হয় ‘ক্যাডজিলা’।
দলের সদস্য ছিলেন- যন্ত্রকৌশল বিভাগের মুহতাসিমুল বারী, আসহাব বিন ফারুক ও মেহেদী হাসান৷ দক্ষতা এবং সংকল্পের একটি রোমাঞ্চকর প্রদর্শনে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ‘রয়েল বেঙ্গল’ ফাহাদ তার মিশ্র মার্শাল আর্ট (এমএমএ) লড়াইয়ে ঢাকা ফাইট নাইট ৪.০-এ বিজয়ী হন। তিনি ছিলেন চুয়েটের মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।