মাভাবিপ্রবিতে বাঁধনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মাভাবিপ্রবিতে
‘বাঁধন’-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়
মাভাবিপ্রবিতে ‘বাঁধন’-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়   © টিডিসি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। র‌্যালি শেষে কেক কাটা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। 

এ সময় গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. আবু জুবাইর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশরাফ হোসাইন তালুকদার, জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট ড. মো. দেলোয়ার জাহান মলয়, এস্টেট অফিসের পরিচালক ড. মো. আশরাফ আলী, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, বাঁধন মাভাবিপ্রবি ইউনিটের সভাপতি রাহুল চন্দ্র, সাধারণ সম্পাদক হাবিবা ইসলাম সেতুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence