ছাত্রলীগ নিষিদ্ধে মাভাবিপ্রবিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:৫৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ করায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শিক্ষার্থীরা। রাত ১০ টার দিকে হল চত্বর আনন্দ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় শিক্ষার্থীরা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’ ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা সাইজ কর’, ‘ছাত্রলীগের চামড়া, তুলে নেব আমরা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।