হল নির্মাণ ও পরীক্ষার রুটিন প্রকাশের দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

শাবিপ্রবিতে আবাসিক হল নির্মাণ ও পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শাবিপ্রবিতে আবাসিক হল নির্মাণ ও পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন  © টিডিসি ফটো

আবাসিক সমস্যা নিরসন করতে দ্রুত সময়ের মধ্যে আবাসিক হল নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পাশাপাশি দ্রুত পরীক্ষা রুটিন প্রকাশ করে পরীক্ষা চালুর ব্যাপারেও দাবি জানিয়েছেন তারা।

রবিবার (৬ অক্টোবর)  সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসব দাবিব জানান শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, শাবিপ্রবি দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট জায়গা রয়েছে আবাসিক হল নির্মাণের জন্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে প্রায় বার হাজার, সেই তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র ৩০ শতাংশ আবাসিক হলের সিট রয়েছে। বাকি ৭০ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের বাহিরে অবস্থান করছে, যার ফলে  অর্থনৈতিক সমস্যা সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের সামর্থ্য নেই বাহিরে থেকে পড়ালেখা করার। তাই নতুন প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যেন দ্রুত সময়ের মধ্যে আবাসিক হল নির্মাণ করে সমস্যার সমাধান করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল মিয়া বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩৫ বছর অতিক্রম করলেও এখানে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা খুবই নগণ্য। মোট শিক্ষার্থীদের মধ্যে ৩০ শতাংশের মতো শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা আছে। এতদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসন সংকট কাটাতে অবহেলা করেছে। নতুবা এতবেশি আবাসন সংকট থাকার কথা না। 

নতুন প্রশাসনের নিকট আমাদের উদাত্ত আহ্বান থাকবে আবাসন ব্যবস্থার দিকে নজর দিতে। এ বিশ্ববিদ্যালয়ে অনেক দূর-দূরান্ত, প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। আবার অনেককেই পড়াশোনার পাশাপাশি পরিবারকেও সাহায্য করতে হয়। এদের পক্ষে বাইরে মেস ভাড়া করে পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টদায়ক। তাই কর্তৃপক্ষের নিকট বিনীত আহ্বান থাকবে দ্রুত আবাসন সংকট নির্মূলে ব্যবস্থা নেওয়া।


সর্বশেষ সংবাদ