মাভাবিপ্রবির ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

মাভাবিপ্রবির দ্বিতীয় একাডেমিক ভবনে আগুন
মাভাবিপ্রবির দ্বিতীয় একাডেমিক ভবনে আগুন  © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় একাডেমিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আগুন লাগে। 

এই ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক।

May be an image of hospital

মাভাবিপ্রবি প্রক্টর বলেন, দুপুর ১টার দিকে দ্বিতীয় একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আইপিএস থেকে আগুন লাগে। পরে কয়েকটি এসিতেও আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় ১টা ৪৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ ঘটনায় ওই কক্ষে থাকা কিছু এসি বিস্ফোরিত হয়েছে এবং আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান প্রক্টর।

May be an image of 6 people and speaker


সর্বশেষ সংবাদ