বশেফমুবিপ্রবিতে গবেষণা প্রকল্পের চেক হস্তান্তর

  © সংগৃহীত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২৩-২৪ অর্থবছরে গবেষকদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিতদের মাঝে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান চেক হস্তান্তর করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রক্টর এস এম ইউসুফ আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন গবেষণা সেলের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রুনা আক্তার জ্যোতি।


সর্বশেষ সংবাদ