যবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সংস্থার নতুন কমিটি গঠন

  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছায়া জাতিসংঘ সংস্থার (জাস্টমুনা) ২০২২-২৩ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারি (সিএসই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস.এম. জান্নাতুল নাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনিম বিনতে আলম।

গত রবিবার (২১ মে) ২০২২-২৩ সেশনের জন্য এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, অর্গানাইজিং সেক্রেটারি আজহার নুর খুরশিদ, এডমিনিস্ট্রেশন সেক্রেটারি মোঃ রিদওয়ান আলি, ফিন্যান্স সেক্রেটারি তায়েবা খান, চিফ অব এক্সটার্নাল এফেয়ার্স হিসেবে আছেন হোসাইন আল রায়াথ , চিফ অব ডকুমেন্টেশন পদে আশিকুর রহমান, চিফ অব ইন্টার্নাল এফেয়ার্স পদে মোঃ শামিম হাসান, চিফ অব সেশনস খাদিজা খাতুন রিয়া, চিফ অব প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট মো. আনিসুল করিম, এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন আরাত্রীকা হক স্রেষ্টা, নশিন তারান্নুম অর্ণব, তাজওয়ার জাওয়াদ, মোঃ আসাদুর রহমান বিশ্বাস প্রিয়, মোঃ তওফিকুল ইসলাম।

উল্লেখ্য, ছায়া জাতিসংঘ সংস্থা'র মাধ্যমে শিক্ষার্থীরা কূটনৈতিক, আন্তর্জাতিক, রাজনৈতিক অঙ্গন, জাতিসংঘ ইত্যাদি বিষয়ে ধারণা লাভ করে থাকে। এছাড়া এর মাধ্যমে আত্মন্নয়নমূলক বিভিন্ন গুণাবলি যেমন, গঠনমূলক চিন্তাধারা, সৃজনশীলতা, নেতৃত্ব, সংকটপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ, সাবলীল বাচনভঙ্গি, দলগতভাবে কাজ করা, সুস্থ বিতর্ক চর্চা ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন করে থাকে।


সর্বশেষ সংবাদ