প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বশেমুরবিপ্রবির ৪ শিক্ষার্থী 

বশেমুরবিপ্রবি থেকে এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা
বশেমুরবিপ্রবি থেকে এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।  

সোমবার (০১ মে) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে তথ্যটি নিশ্চিত করা হয়। তালিকাটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে দেশের উচ্চশিক্ষার তদারক সংস্থা ইউজিসি।

আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষা: মেধা আর অর্থ দুটোরই অপচয়

এ বছর বশেমুরবিপ্রবি থেকে পদকপ্রাপ্তরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থী এস.এম ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, মানবিকী অনুষদের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিমা রায়, আইন অনুষদের আইন বিভাগের শিক্ষার্থী সুলতানা আঞ্জুমান। 

প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরই ধারাবাহিকতায় চলতি বছর সারাদেশে মোট ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদকের জন্যে মনোনীত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ