গুচ্ছভুক্ত বশেমুরবিপ্রবির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে ইউনিটভিত্তিক আলাদা তালিকা দেখতে পারবেন। এর আগে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৬৬০ জন। গত শুক্রবার (১১ নভেম্বর) প্রথম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।

আরো পড়ুন: বেরোবির দ্বিতীয় মেধাতালিকায় ভর্তির তারিখ ঘোষণা

বশেমুরবিপ্রবিতে মোট আসন রয়েছে ১৫০৫টি। এর মধ্যে ভর্তি হয়েছেন ৬৬০ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে আসন ফাঁকা রয়েছে ৮৪৫টি। এ তথ্য নিশ্চিত করেছেন বশেমুরবিপ্রবির ভর্তি কমিটির ফোকাল পারসন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: শাহজাহান।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।


সর্বশেষ সংবাদ