গুচ্ছভুক্ত নোবিপ্রবির প্রথম মেধাতালিকা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৯:৩২ AM , আপডেট: ০৪ নভেম্বর ২০২২, ০৯:৩২ AM
গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাত্মক (সম্মান) শ্রেণীতে আবেদনকারীদের ১ম মেধাতালিকা প্রকাশ করা হলো। মেধাক্রম দেখতে আপনার ড্যাশবোর্ডে লগইন করে মেধাতালিকা ও মনোনীত বিষয় দেখতে পাবেন।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
এখন পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশালি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে প্রথম মেধাতালিকা প্রকাশ শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো।