বশেমুরবিপ্রবির প্রথম মেধাতালিকা প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মেধাতালিকা প্রকাশিত হয়।

এ ইউনিটের মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

বি ইউনিটের মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

সি ইউনিটের মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবিতে) ভর্তির জন্য ২৮ হাজার ৪৬ জন ভর্তিচ্ছু আবেদন করেন। বিশ্ববিদ্যালয় সূত্রমতে, এ ইউনিটে ১৮ হাজার ১০৮ জন, বি ইউনিটে ৭ হাজার ২১২ জন এবং সি ইউনিটে ২ হাজার ৭২৬ জন আবেদন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্বমোট আসন সংখ্যা  ১ হাজার ৫০৫ টি।


সর্বশেষ সংবাদ