স্পিকারকে অধ্যক্ষ লাঞ্ছনার বিচার দিতে চান শিক্ষামন্ত্রী-উপমন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজশাহীতে একজন সংসদ সদস্য কর্তৃক অধ্যক্ষকে লাঞ্চনার ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে অভিযোগ দেওয়া হবে।

রবিবার (১৭ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষা নিগে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

অধ্যক্ষকে লাঞ্চনার বিষয়ে সাংবাদিকরা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দেখুন এখানে আমরা দুইজন সংসদ সদস্য আছি। যখন একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তখন আমরা বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পরি৷ এ ধরনের ঘটনা কোনো ভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, একজন মন্ত্রী হিসেবে এখানে আমার কিছুই করার থাকে না। আমরা এতটুকু করতে পারি যে, তদন্ত প্রতিবেদনে যদি ওই সংসদ সদস্য অপরাধী প্রমাণ হয় তাহলে আমরা তখন বিষয়টি স্পিকারের কাছে অবহিত করবো। তার কাছে এর একটি বিহিত চাইব।


সর্বশেষ সংবাদ