শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি

সেনাবাহিনী থেকে অধ্যক্ষ-কোচিং বাণিজ্য নিষিদ্ধসহ একগুচ্ছ দাবি অভিভাবকদের

শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অভিভাবক ফোরামের একটি প্রতিনিধি দল
শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অভিভাবক ফোরামের একটি প্রতিনিধি দল  © সংগৃহীত

রাজধানীর স্বনামধন্য স্কুল-কলেজগুলোতে সেনাবাহিনীর কর্মকর্তা অধ্যক্ষ নিয়োগ ও শিক্ষকদের কোচিং বাণিজ্য নিষিদ্ধসহ ১২ দফা দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। আজ সোমবার (৫ মে) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করে এসব দাবি জানান তারা।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্যরা হলেন, ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সহ-সভাপতি ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের সভাপতি মো. আহসান উল্ল্যা মানিক, ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দীন।

আরও পড়ুন: ভবনের নিচে সরকারি স্কুল, ওপরে সরকারি কলেজ— ‘পরাধীন’ এক শিক্ষাপ্রতিষ্ঠানের গল্প

তাদের দাবিগুলো হলো- শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষাকে জাতীয়করণ করা, জবাবদিহিমূলক মনিটরিং কমিটি গঠন, পাঠ্যক্রম নির্ধারণ, আইডিয়াল, ভিকারুননিসা নূন, মনিপুর হাইস্কুলের চলমান দুর্নীতি উচ্ছেদে বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল পদমর্যাদার অধ্যক্ষ নিযুক্ত করা, শিক্ষকদের কোচিং বাণিজ্য নিষিদ্ধ করা, ভর্তি নীতিমালা বাস্তবায়ন, বিগত সরকারের ১৫ বছরে নিয়োগ করা শিক্ষক কর্মচারীদের যাচাই-বাছাই করে পুনরায় পরীক্ষার মাধ্যমে মানসম্মত শিক্ষক নিয়োগ দেয়া।

শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো দেয়া, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ রাজনৈতিক নেতৃত্ব মুক্ত রাখা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সনদ বাণিজ্য বন্ধ করা এবং অভিভাবক ঐক্য ফোরাম সভাপতির বিরুদ্ধে ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময়ের পল্টন থানার আইসিটি আইনের মামলা প্রত্যাহার করারও দাবি জানায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence