মাল্টিমিডিয়া ক্লাসে স্মার্ট টিভির বদলে আসছে ইন্টারঅ্যাকটিভ প্যানেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৪:১১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৯ PM
শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্মার্ট টিভির পরিবর্তে ‘ইন্টারঅ্যাকটিভ প্যানেল’ যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টায় একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিকল্পনা-৩ শাখার যুগ্ম সচিব আহমেদ শিবলির স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, মাল্টিমিডিয়া ক্লাসরুমে ব্যবহৃত প্রযুক্তি পর্যালোচনা করে স্মার্ট টিভির পরিবর্তে ইন্টারঅ্যাকটিভ প্যানেল যুক্ত করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হবে। সভায় সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব।
বৈঠকে ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE)’ প্রকল্পসহ অন্যান্য চলমান উদ্যোগের আওতায় স্মার্ট টিভির পরিবর্তে ইন্টারঅ্যাকটিভ প্যানেল ব্যবহারের নীতিগত পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত গৃহীত হতে পারে।
ইন্টারঅ্যাকটিভ প্যানেল মূলত একটি বড় আকৃতির টাচ-স্ক্রিন ডিসপ্লে, যার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি লিখতে, ছবি ও ভিডিও চালাতে এবং নানা মাল্টিমিডিয়া উপকরণ ব্যবহার করতে পারেন। এটি স্মার্ট বোর্ডের উন্নত সংস্করণ হিসেবে পরিচিত এবং শ্রেণিকক্ষে পাঠদানের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তোলে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, স্মার্ট টিভি কেবল প্রদর্শনের কাজে ব্যবহৃত হলেও ইন্টারঅ্যাকটিভ প্যানেল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সক্রিয় অংশগ্রহণ ও দ্বিমুখী যোগাযোগের সুযোগ করে দেয়। এতে পাঠদানের গতি বাড়ে এবং শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা সহজ হয়।