বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ বিষয়ে ডিগ্রি দেওয়া বন্ধ হচ্ছে

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

দেশের সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোয় বিশেষায়িত বিষয়ের বাইরে সাধারণ বিষয় পড়ানো বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিশ্ববিদ্যালয়গুলোয় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) সংশ্লিষ্ট বিষয় ব্যতীত অন্যান্য বিষয় পড়ানো বন্ধে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি, বাংলা, আইন, বিবিএর মতো বিষয় পড়ানো বন্ধ হতে পারে।

সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এ এস এম কাসেম স্বাক্ষরিত এক চিঠি বিশেষায়িত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঠানো হয়েছে। এটি বাস্তবায়ন হলে এসব বিশ্ববিদ্যালয়ে সাধারণ বিষয়ে ডিগ্রি দেওয়া বন্ধ হয়ে যাবে।

চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি মাত্র পেয়েছি। বিষয়টি নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ও বিকাশে এ পর্যন্ত ১৮টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এ বিশ্ববিদ্যালয়গুলোকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) সংশ্লিষ্ট বিষয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়া হয়।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কাছাকাছি এলাকায় অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহে একই ধরণের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া কিছু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়, এমন বিষয়েও শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।’

মন্ত্রণালয় বলছে, ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহকে একই ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচনা করে উক্ত বিশ্ববিদ্যালয়সমূহে একই ধরনের বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা যথাসম্ভব পরিহার করতে হবে। ক্যাচমেন্ট এলাকায় অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে একই ধরণের বিষয়ে শিক্ষা কার্যক্রম চলমান থাকলে সে সকল বিষয়ে শিক্ষা কার্যক্রম যুক্তিসঙ্গতভাবে ন্যূনতম সময়ের মধ্যে সীমিত/বন্ধ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM)-সংশ্লিষ্ট বিষয়ে যুগপযোগী বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM)-সংশ্লিষ্ট সাধারণ বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করা যাবে না। এরূপ যে সব বিষয়ে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে সে সকল বিষয়ে শিক্ষা কার্যক্রম যুক্তিসঙ্গতভাবে ন্যূনতম সময়ের মধ্যে সীমিত বন্ধ করতে হবে।


সর্বশেষ সংবাদ