৪৩তম বিসিএস
বাদ পড়া ২৬৭ ক্যাডার নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ০৬:০৬ PM
৪৩তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের গেজেট থেকে বাদ পড়া ২৬৭ জনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও আজ শনিবার (১১ জানুয়ারি) বিকেল থেকে দেশের বিভিন্ন গণমাধ্যমে বাদ পড়াদের বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে বলে খবর প্রকাশিত হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, ৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সহকারী কমিশনার হিসেবে তাদের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি মূলত ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটভুক্তদের জন্য। অর্থাৎ গত ৩০ ডিসেম্বর ৪৩তম বিসিএসের গেজেটে যাদের নাম রয়েছে তাদের পদায়ন সংক্রান্ত। নতুন করে গেজেটভুক্ত হওয়ার নয়। প্রশাসন ক্যাডারের ২৬৭ জনকে বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের যুগ্ম সচিব রাহিমা আক্তার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২৬৭ জনের বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। যে প্রজ্ঞাপনের কথা বলা হচ্ছে, সেটি আগে থেকেই যারা গেজেটভুক্ত ছিলেন, তাদের পদায়ন সংক্রান্ত।’
৪৩তম বিসিএসের গেজেটভুক্ত প্রশাসন ক্যাডারের ২৬৭ কর্মকর্তাকে পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৫ জানুয়ারির পত্রের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে ২৬৭ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত এসব সহকারী কমিশনারদের চাকরি শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য নামের পাশে বর্ণিত বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।
এছাড়াও প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তাদের ১৫ জানুয়ারির মধ্যে নামের পাশে বর্ণিত বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেয়ার পাশাপাশি তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।