শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর নিহত শিক্ষার্থীদের তালিকা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল  © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এ পরিস্থিতি পরিবর্তন হওয়ার পরই আমরা নিরূপণ করতে পারব কতজন শিক্ষার্থী মারা গেছে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, এবং্ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

তিনি বলেন, যারা আন্দোলন করছে তাদের মধ্যে কতজন শিক্ষার্থী ছিল, দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিল এবং শিক্ষার্থীদের পেছনে কারা ছিল, সেটি এ মুহূর্তে নিরূপণ করা কঠিন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরে কাজ করব এবং তার আগেই আমরা একটি মূল্যায়ন করছি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে আন্দোলনে। যেটা দেখা যাচ্ছে–সেখানে কিছুটা আছে তথ্য, কিছুটা অপতথ্য আবার কিছুটা গুজব। এই তথ্যের বিভ্রাট ব্যবহার করেই জনগণকে বিভ্রান্ত করতে নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে এবং সেগুলোর যৌক্তিকতা প্রমাণের চেষ্টা চলছে।  

 

সর্বশেষ সংবাদ