এসএসসির রুটিন প্রকাশ হতে পারে আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৩:২৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২২, ০৩:২৪ PM
বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার রুটিন আজ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের কথা রয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই রুটিন সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৬ জুলাই) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।
আরও পড়ুন: ৫০ হাজার টাকা চুক্তিতে রাবিতে প্রক্সি দেন ঢাবি ছাত্র
তিনি বলেন, এসএসসি-সমমান পরীক্ষার সংশোধিত রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ (মঙ্গলবার) সেটি অনুমোদন হওয়ার কথা রয়েছে। অনুমোদন হলে তা সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত ১৯ জুন থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা ছিল। তবে সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।