কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি দুই শিক্ষার্থীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৯:০১ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৪, ০৯:০৪ AM
সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের করা মামলায় তিন এইচএসসি পরীক্ষার্থীসহ সাত জনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো সাত জন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ইমরান হোসেন, একই গ্রামের এইসএসসি পরীক্ষার্থী কাজী সাকিব হাসান, সদর উপজেলার শাহরুখজ্জামান, আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মঈনুল ইসলাম, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের ইব্রাহীম হোসেন, একই উপজেলার জগন্নাথপুর গ্রামের দুই এইসএসসি পরীক্ষার্থী ফাহিম পারভেজ রনি এবং জাহিদ হোসেন।
মামলায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জোর করে ঢোকার চেষ্টা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনে পুলিশ।
এদিকে, কারাগারে বসে দুই এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। তারা হলেন ফাহিম পারভেজ রনি এবং জাহিদ হোসেন। সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় তারা এইচএসসি পরীক্ষায় বসবেন বলে জানানো হয়েছে।