দেশের সড়কে আজ থেকে দেখা যাবে রাজকীয় বাইক রয়্যাল এনফিল্ড

রয়্যাল এনফিল্ড
রয়্যাল এনফিল্ড  © সংগৃহীত

বহু প্রতীক্ষার পর আইকনিক বাইক রয়্যাল এনফিল্ড হাতে পেয়েছেন সৌভাগ্যবান গ্রাহকরা। রবিবার (১২ জানুয়ারি) ইফাদ মোটরস লিমিটেড তাদের ঢাকা তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা মোটরসাইকেলগুলোর ডেলিভারি করে। ফলে আজ থেকেই স্বপ্নের মোটরবাইকটি চালাচ্ছেন বাইকপ্রেমীরা।

এদিকে নতুন বছরে গ্রাহকদের সুখবর জানিয়েছে বিশ্বের সবচেয়ে পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড। তারা জানায়, জানুয়ারি মাসের মধ্যে দেশের আরও ৯টি স্থানে ডিলার শোরুম চালু করবে প্রতিষ্ঠানটি। শোরুমগুলো থেকে মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। পাশাপাশি ফেব্রুয়ারি থেকে সারাদেশে আরও এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করবে কর্তৃপক্ষ।

জানা যায়, বিশ্বের সবচেয়ে পুরনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড। যা ২০২৪ সালের ২১ অক্টোবর ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়্যাল এনফিল্ডের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড। ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে, যা এশিয়ার সবচেয়ে বড় রয়্যাল এনফিল্ড শোরুম।

আরও জানা যায়, রয়্যাল এনফিল্ডের গ্র্যান্ড ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠে। প্রচণ্ড উচ্ছ্বাস ও উদ্দীপনার সাথে এই লঞ্চিং ইভেন্ট উদ্‌যাপিত হয়। দেশের মোটরসাইকেলপ্রেমীরা এই ব্র্যান্ডের প্রতি অসাধারণ ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন। পাশাপাশি শোরুমে গিয়ে দেখেছেন তাদের স্বপ্নের বাইকটি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামতও প্রকাশ করেছেন এবং ব্র্যান্ডকে শুভকামনা জানিয়েছেন।

২০২৪ সালের ২২ অক্টোবর লঞ্চিংয়ের একদিন পর থেকেই রয়্যাল এনফিল্ড তাদের আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়েও অবিশ্বাস্য সাড়া দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে প্রি-বুকিং করতেও দেখা যায়। 


সর্বশেষ সংবাদ