সফটওয়্যার ও হার্ডওয়্যারের মান যাচাই হচ্ছে দেশেই

প্রতীকি ছবি
প্রতীকি ছবি  © সংগৃহীত

যেকোনো পণ্য ক্রয়ের আগে তার মান যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যার ক্ষেত্রেও কথাটি সমান ভাবে প্রযোজ্য। বড় ক্ষতির ঝুঁকি এড়াতে ভাল মানের সফটওয়্যার ও হার্ডওইয়ার ব্যবহার করা জরুরী। বাংলাদেশে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মান যাচাইয়ের জন্য রয়েছে সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন (এসকিউটিসি) সেন্টার ।

তিন বছর মেয়াদি এক প্রকল্পের আওতায় সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)  এই সেন্টার চালু করেছে। ২৫ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেন্টারটি ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত দুই শতাধিক সফটওয়্যার, অ্যাপ ও গেমের মান যাচাই করেছে। তিন শতাধিক প্রযুক্তি যন্ত্রপাতি-যন্ত্রাংশ বা হার্ডওয়্যারের মান পরীক্ষা করা হয়েছে। কেন্দ্রটি সরকারের বিভিন্ন প্রকল্প, সংস্থা, অধিদপ্তর, মন্ত্রণালয়সহ ৬৪টি প্রতিষ্ঠানকে মান যাচাইয়ের এই সেবা দিয়েছে চলতি বছরের জুন-মে পর্যন্ত।

আরও পড়ুন: মাধ্যমিক স্কুলে এক হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

এসকিউটিসিতে মূলত পরীক্ষা করে সফটওয়্যার, হার্ডওয়্যার, মোবাইল অ্যাপ ও গেমের মান। এই কেন্দ্র সফটওয়্যার ও হার্ডওয়্যারের কাজের পদ্ধতি, অটোমেশন, দুর্বলতা, মূল্যায়ন, পারদর্শিতা, সমন্ধ্য, উপযোগিতা, কর্মক্ষমতাসহ বিভিন্ন বিষয় পরীক্ষা করে। 

এসকিউটিসি সেন্টারের ব্যবস্থাপক (টেস্টিং) সাইফুল আলম খান গণমাধ্যমকে জানান, 'এ সেন্টারকে বলা যায় সফটওয়্যার ও হার্ডওয়্যারের বিএসটিআই। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইনের আওতায় এ সেন্টার গঠন করা হয়েছে। পাশাপাশি বিএসটিআইও সম্মতি দিয়েছিল যে আমরা সফটওয়্যার ও হার্ডওয়্যারের মান যাচাই করতে পারব।'

সফটওয়্যারের মান যাচাইয়ের জন্য তিন থেকে সাত দিন সময় নেয় এসকিউটিসি। কোনো প্রতিষ্ঠানের সফটওয়্যার ও হার্ডওয়্যারের মান যাচাই করে সমস্যা পেলে প্রথমে তা উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হয়। এরপর সমস্যার সমাধান করে পুনরায় জমা দিলে আবারও সফটওয়্যার ও যন্ত্রাংশের মান যাচাই করে সনদ দেয় কেন্দ্রটি।

এসকিউটিসি সেন্টারটি টিএমএাআইয়ের (টেস্ট ম্যাচিউরিটি মডেল ইন্টিগ্রেশন) লেভেল ৫ সনদপ্রাপ্ত। মান যাচাইয়ের জন্য ১০ জনের একটি বিশেষজ্ঞ দল রয়েছে এসকিউটিসি সেন্টারে। আইসিটি বিভাগ এ কেন্দ্রের জন্য একটি খসড়া নীতিমালাও করেছে। খসড়া নীতিমালার আওতায় এ সেন্টার থেকে পরীক্ষা করিয়ে সনদ নিতে হয় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, সাংবিধানিক প্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থার কেনা, উন্নয়ন বা ব্যবহার করা সফটওয়্যার ও হার্ডওয়্যারের মান। ভবিষ্যতে বেসরকারি প্রতিষ্ঠানও তাদের সফটওয়্যার, হার্ডওয়্যারের মান যাচাই করে নিতে পারবে। এ ছাড়া রপ্তানির আগেই দেশে তৈরি সফটওয়্যারের গুণগত মান যাচাই করতে সহায়তা করবে এসকিউটিসি।

এত দিন বিনা মূল্যে সফটওয়্যার, হার্ডওয়্যার, মোবাইল অ্যাপ ও গেমের মান পরীক্ষা করানো যেত এসকিউটিসি সেন্টারে। তবে মান যাচাইয়ের জন্য কাজের ধরনভেদে নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে নতুন অর্থবছর থেকে।


সর্বশেষ সংবাদ