সরকারি স্কুলের ৫৭ শিক্ষককে উপকূলীয়-পার্বত্য অঞ্চলে বদলি (তালিকা)

মাউশি
মাউশি  © লোগো

দেশের বিভিন্ন সরকারি স্কুলে ৬৮ জন শিক্ষককে বদলি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে ৫৯ জন শিক্ষককে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, ভোলা, নোয়াখালীর বিভিন্ন উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে পদায়ন দেয়া হয়েছে। বদলিকৃতদের ২৭ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

আজ সোমবার তাদের বদলি করে জারি করা প্রজ্ঞাপন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জনস্বার্থে এসব শিক্ষকদের বদলি করে আদেশ জারি করা হয়েছে। কর্মকর্তারা আগামী ২৭ এপ্রিল বিমুক্ত হবেন। বিমুক্তি ও যোগদান উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের কন্ট্রোল প্যানেল থেকে অনলাইনে (pds.sid.gov.bd) আর্টিকেল ৪৭ পূরণ ও তার প্রিন্ট কপি সংগ্রহ করে তা স্বাক্ষর করে বিমুক্ত ও যোগদান প্রক্রিয়া শেষ করতে হবে। 

তালিকা দেখুন এখানে


সর্বশেষ সংবাদ