জেলা পর্যায়ের অনলাইন ক্লাসে প্রান্তিক শিক্ষার্থীদের যুক্ত করার নির্দেশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

জেলা পর্যায়ের অনলাইন ক্লাসে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের যুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল বুধবার এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি সব অঞ্চলের উপ পরিচালক ও জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রান্তিক পর্যায়ের সব শিক্ষার্থীকে সংসদ টিভি ও কার্যকর অনলাইন ক্লাসে যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিতে পারছে না তাদের তথ্য মাউশিকে অবহিত করতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের প্রান্তিক শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে ক্লাস রুটিন প্রস্তুত করতে হবে।

নির্দশনায় আরও বলা হয়, যে প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে সেগুলোতে গুগল মিট, মাইক্রোসফট টিম কিংবা জুম ব্যবহার করে ইন্টারঅ্যাক্টিভ করতে হবে। অনলাইন ক্লাসগুলো যথাযথভাবে হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণ করতে হবে।

 


সর্বশেষ সংবাদ