ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চায় মাউশি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ PM
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে তা জানাতে বলা হয়েছে। আগামী বুধবারের (১৮ সেপ্টেম্বর) মধ্যে গুগল লিংকের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। সে মোতাবেক ডেঙ্গু প্রতিরোধকল্পে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর হতে একটি নির্দেশনা পত্র জারি করা হয়েছে। উল্লিখিত পত্রের বর্ণিত নির্দেশনা মোতাবেক তাঁর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু বিস্তার প্রতিরোধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা অথবা ডেঙ্গু প্রতিরোধে কোন ব্যবস্থা নেয়া হয়ে থাকলে তার তথ্য আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিচে প্রদত্ত গুগল লিংকে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।