শিক্ষক দিবসে প্রতিযোগিতা: বিজয়ী শিক্ষকদের তালিকা প্রকাশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

দেশে প্রথমবারের মতো জাতীয় শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এই দিবস উপলক্ষ্যে ‘শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকের মাধ্যমে’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে ‘‘CALL FOR TESTIMONIES (Video Clips)‘শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষক দিয়ে’’ শীর্ষক প্রতিযোগিতায় সারাদেশ থেকে ১৩৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষকদের তিনটি ধাপে বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ের পর ১৮ জন শিক্ষককে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- নওয়াপাড়া ডিগ্রি কলেজের সালসাবিল করিম চৌধুরী, হামনা মডেল হাইস্কুলের মো. আমিনুল ইসলাম, ভেড়ামারা সরকারি কলেজের মো. আনিসুর রহমান, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জসিম উদ্দিন, জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. কাওসার আলী হাওলাদার, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের মো. ফয়সাল আহমেদ, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসীম কুমার শেন, করীমুননেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অপূর্ব কুমার বসু, বারেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. তারেক হাসান, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের জহিরুল ইসলাম, চরফ্যাশন সরকারি টি বাধ মাধ্যমিক বিদ্যালয়ের তাসলিমা বেগম, বরাহী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. হারুন-অর-রশীদ, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সূবর্ণ রয় লিপা, ইশান ইনস্টিটিউটের শাহীন মিয়া, গ্রিন ভিউ হাই স্কুলের মোছা. রাফিয়া খাতুন, রনাচন্দী স্কুল অ্যান্ড কলেজের নারায়ণ চন্দ্র রয়, কালা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শামীমা সুলতানা, নাচোল উপজেলা স্কুলের মো. মাজিদুল ইসলাম।


সর্বশেষ সংবাদ