ঢাবি থেকে শেষ বিদায় নিল কায়সার

ঢাবি ছাত্র কায়সারের মরদেহবাহী অ্যাম্বুলেন্স 
ঢাবি ছাত্র কায়সারের মরদেহবাহী অ্যাম্বুলেন্স   © রায়হান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ কায়সার হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জানাজার নামাজ আদায় করা হয়। শিক্ষা জীবন শেষ করার আগেই প্রিয় ক্যাম্পাস থেকে নিতে হলো শেষ বিদায়। আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়া সম্ভব হয়নি কায়সারের। সহপাঠি ও শিক্ষকদের কাছ থেকে এভাবে নীরবে চলে গেলেন তিনি।

নামাজ শেষে লাশবাহী অ্যাম্বুলেন্সে তার মরদেহে নিয়ে যাওয়া হয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে। সেখানে হল সংসদের সমাজকল্যাণ সম্পাদককে শেষ বিদায় জানায় তার সহপাঠী ও শিক্ষার্থীরা। তার হঠাৎ মৃতুর খবরে শোকাহত সবাই।

লিভার সমস্যা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কায়সারের। আজ বৃহস্পতিবার সকাল (২৮শে নভেম্বর) ১০টা ২০ মিনিটে শমরিতা হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

কায়সার ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। কায়সারের দুইটা কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে রাখা হয়েছে কায়সারের মরদেহ। ছবি: রায়হান

জানা গেছে, লিভারের সমস্যাও ছিল তার। অনেকদিন ধরেই এই অসুখে ভুগছিলেন তিনি। প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শমরিতা হাসপাতালে নিয়ে আসা হয়।

গতকাল হঠাৎ কায়সারের অসুখ বেড়ে যায়। ২৪ ঘন্টা লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তবে বাঁচানো যায়নি তাকে। আজ সকালে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিয়া হল ছাত্র সংসদের জিএস হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘গতকালকেও আমরা তাকে দেখে এসেছি। ডাক্তার বলেছিলেন ২৪ ঘন্টার মধ্যে কিডনি ইন্সটলমেন্ট করতে না পারলে বাঁচানো যাবেনা।আমরা খুবই ব্যথিত তার মৃত্যুতে।’

তিনি আরো বলেন, ‘আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কায়সারের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময় পরে জানিয়ে দেওয়া হবে।’

কায়সারের মৃত্যুর সংবাদ শুনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম খুব বেশি অসুস্থ না। তবে গতকাল কথা বলার পর জানলাম তার শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে যায়। আজকে সকালে তার মৃত্যুর খবর শোনে খারাপ লাগছে। আমার হলের হাউজ টিউটররা হাসপাতালে যাচ্ছেন। তবে এটা ন্যাচারাল মৃত্যু।’

এদিকে এক শোক বার্তায় ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কায়সার হোসেন শ্বাসকষ্ট জনিত সমস্যায় আক্রান্ত হয়ে আজ সকালে শমরিতা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহে রাজিউন।’

তিনি বলেন, ‘কায়সার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। ডাকসু তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা কায়সারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও নিহতের রুহের মাগফেরাত কামনা করছি।’

পড়ুন: ‘থানায় ওসিদের জমিদারি আচরণ মানায় না’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!