ডাকসু নির্বাচন

ডান-বাম এক হয়েও ছাত্রলীগের বিজয়কে রোধ করতে পারেনি: হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ
ড. হাছান মাহমুদ  © ফাইল ফটো

‘ডাকসুতে ছাত্রদলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, তারা হারিয়ে গেছে, আর সব ডান-বাম এক হয়েও ছাত্রলীগের বিজয়কে রোধ করতে পারেনি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যারা নির্বাচন বর্জন করেছিল এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল, তারাও ভিপিসহ কয়েকটি পদে জয়লাভের কারণে প্রশ্নকারীদের পরাজয় হয়েছে।’

মঙ্গলবার বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ে প্রচার উপকমিটির সভা থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি-জিএসসহ নির্বাচিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন। দীর্ঘ ২৮ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটিই সবচেয়ে বড় ইতিবাচক দিক।’ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি এইচ টি ইমাম সভায় সভাপতিত্ব করেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘অতীতের নির্বাচনের দিকে তাকালে এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে দেখবেন সেখানে কিছু কিছু প্রার্থী প্যানেল সব সময় বেশি ভোট পায়। গতকাল সোমবার নির্বাচনেও সেই একই ঘটনা ঘটেছে। আমি মনে করি, ২৮ বছর পর যে নির্বাচন হয়েছে, এটি হচ্ছে ইতিবাচক দিক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল এবং নির্বাচন বর্জন করা নিয়ে কথা বলেছিল, দেখা গেল যে নির্বাচনে তাদের একজন প্রার্থী জয়লাভ করেছে। এখানে যাঁরা নির্বাচিত হয়েছেন আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই।’

অতীতের ডাকসু নির্বাচনের কথা স্মরণ করিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন অতীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে তখন ছাত্রীদের ওপর হামলা হয়েছে, নির্বাচনের পরও ছাত্রদলের হামলা–হাঙ্গামা হয়েছে। কিন্তু এবারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিছু ত্রুটিবিচ্যুতির কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, সেগুলো নিয়ে তদন্ত কমিটি গঠন এবং নির্বাচন চলাকালীন নানা সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। সার্বিকভাবে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং ছাত্রছাত্রী ভোট দিয়েছেন।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence