ঝাড়ুতে জাতীয় পতাকা, পাকিস্তানি হাবিব ব্যাংককে নোটিশ

সিলেটে পাকিস্তানি ব্যাংকে ঝাড়ুর লাঠিতে জাতীয় পতাকা টাঙানো হয়েছে
সিলেটে পাকিস্তানি ব্যাংকে ঝাড়ুর লাঠিতে জাতীয় পতাকা টাঙানো হয়েছে   © সংগৃহীত

সিলেটে পাকিস্তানি মালিকানাধীন হাবিব ব্যাংকে বাংলাদেশের জাতীয় পতাকার চরম অবমাননা করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে ঝাড়ুতে পতাকা লাগিয়ে উত্তোলন করা হয়। এ ঘটনায় পাকিস্তানি ওই ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।

ঝাড়ুতে পতাকা ঝুলানোর খবর ছড়িয়ে পড়লে সিলেটের সচেতনমহলে ক্ষোভ দেখা দেয়। তবে ব্যাংকের ওই শাখা থেকে বলা হচ্ছে, একজন নিরাপত্তাকর্মী অতি উৎসাহ দেখাতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলেছেন। ব্যাংক কর্তৃপক্ষ এজন্য দুঃখপ্রকাশ করছে, যদিও ঘটনাটি ব্যাংকের উদ্যোগে ঘটেনি।

ব্যাংকের নিরাপত্তা কর্মী আফজল মিয়া এই পতাকাটি বেঁধে রেখেছেন বলে প্রাথমিক ভাবে জানা যায়। তবে আফজল মিয়া দাবি করেন, বাঁশ না পেয়ে তিনি না বুঝে ঝাড়ুর মধ্যে পতাকাটি টাঙিয়েছেন। বুঝার পরে সেটা খুলে ফেলা হয়।

আরও পড়ুন: জাতীয় পতাকা বিকৃতির অভিযোগ থেকে বেরোবি ভিসিকে অব্যাহতি

এ ঘটনায় ব্যাংক ব্যবস্থাপকসহ ওই নিরাপত্তাকর্মীকে কারণ ব্যাখ্যায় মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে তলব করেছে জেলা প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা। বিকেল সাড়ে ৩টার দিকে গোয়েন্দা সংস্থার একদল সদস্য নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ হাবিব ব্যাংক লিমিটেডের সিলেট শাখা পরিদর্শন করেন।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানান, ঘটনাটি জানার পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠিয়ে ব্যাংক ব্যবস্থাপকসহ ওই নিরাপত্তাকর্মীকে তলব করা হয়েছে।

এদিকে, পতাকা অবমাননার খবর পেয়ে এদিন বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি পতাকা উত্তোলকারী নিরাপত্তাকর্মী ও ব্রাঞ্চ ম্যানেজারকে মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।


সর্বশেষ সংবাদ