টাকার অভাবে যেতে পারছিলেন না কলেজে, হতাশায় ছাত্রের আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৬:৪৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২২, ০৬:৪৮ PM
যশোরের মণিরামপুরে নামে মাইকেল মধুসূদন কলেজের ছাত্রের নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম রুহুল আমিন (১৮)। তিনি আর্থিক অসচ্ছলতার হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।
রুহুল আমিন মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার এলাকার নূর ইসলামের ছেলে ও যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনদের দাবি।
স্বজনরা জানান, শনিবার রাতে রুহুল আমিন খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে তার মা খাবার খেতে ছেলেকে ডাকতে গিয়ে দেখেন ওড়না ও গামছা জোড়া দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন রুহুল আমিন। তিনি টাকার অভাবে ছাত্রাবাসে ফিরতে পারছিলেন না।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, রুহুল আমিন শহরে ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতেন। ঈদের আগে তিনি বাড়ি আসেন। টাকার অভাবে ছাত্রাবাসে ফিরতে পারছিলেন না। পারিবারিক আর্থিক অসচ্ছলতায় হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
ওসি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।