হাতিরঝিল থেকে ডিবিসি সাংবাদিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আবদুল বারি
আবদুল বারি  © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আবদুল বারির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে (৮ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, তাকে খুন করা হয়েছে, তা স্পষ্ট। সুরতহালে সে রকম আলামতই আমরা পেয়েছি। সিআইডির ক্রাইম সিন ইউনিট হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ শেষে ময়না তদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আর বলেন, ৭-৮ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই হত্যার তদন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!