প্রশ্নফাঁস: আরও ২০ জনকে খুঁজছে ডিবি

প্রশ্নফাঁস
প্রশ্নফাঁস   © প্রতীকী ছবি

রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের অফিসার (ক্যাস) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আরও ২০ জনকে খুঁজছে গোয়েন্দা পুলিশ। প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে নতুন করে ২০ জনের এই তালিকা পাওয়া গেছে।

ডিবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সম্প্রতি ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় দায়েরকৃত মামলায় ৬ জনকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এই জনের কাছ থেকে প্রশ্নফাঁসে জড়িত আরও ২০ জনের তালিকা পাওয়া গেছে।

সূত্র আরও জানায়, নতুন তালিকায় যে ২০ জনের নাম রয়েছে তাদের মাধ্যমেই মূলত ২০০ জনের কাছে ব্যাংক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সরবরাহের তথ্য পাওয়া গেছে। তবে এই ২০০ জনের কাছ থেকে আরও কারো কাছে প্রশ্ন ছড়িয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিবির তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন জানান, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের কাছ থেকে আমরা আরও ২০ জনের নাম পেয়েছি। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর অনুষ্ঠিত সরকারি ৫ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। পরে সরকারের একাধিক সংস্থা বিষয়টি তদন্ত করে এর সত্যতা পায়। পরে ৬ নভেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করে বাংলাদেশ ব্যাংক।


সর্বশেষ সংবাদ