সিনহা হত্যার এক মাস, দোয়া অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন মা (ভিডিও)
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪২ AM
মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর এক মাস পূর্তিতে কান্না জড়িত কণ্ঠে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন মা নাসিমা আক্তার। তিনি বলেন, ছেলের আত্মত্যাগ বৃথা যাবে না। সোমবার রাওয়া কনভেনশন সেন্টারে রাওয়া ক্লাবের উদ্যোগে সিনহার আত্মার মাগফেরাত কামনায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের।
এসময় কক্সবাজার মেরিন ড্রাইভের নামকরণ সিনহার নামে করার দাবি ওঠে। অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর একমাসে দোয়া মাহফিলের আয়োজন করে রাওয়া ক্লাব। শুরুতেই প্রদর্শিত হয় সিনহাকে নিয়ে নির্মিত একটি শর্টফিল্ম।
শর্টফিল্মে উঠে আসে সিনহার শৈশব, কৈশোর, শিক্ষা ও কর্মজীবন। যেখানে সিনহার জীবনের গল্প তুলে ধরেন স্বজন, সহকর্মী ও শিক্ষকরা। এরপর ক্লাবের চেয়ারম্যান খন্দকার নুরুল আফসার বলেন, সময় লাগলেও ন্যায় বিচার পাবেন তারা।
মা নাসিমা আক্তার আবারও ছেলের হত্যার বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। মা নাসিমা বলেন, আমি বরাবরই আশাবাদী মানুষ। আমার মন বলছে আমি বিচার পাব।
ওসি প্রদীপ ও তার সহযোগীদের হাতে আরো যেসব হত্যাকাণ্ড ঘটেছে তারও বিচারের দাবি করেন রাওয়া চেয়ারম্যান। কেউ মামলা চালাতে না পারলে তাদের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
ভিডিও সময় টিভির সৌজন্যে