বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের দাফন সম্পন্ন আশুগঞ্জে

শিক্ষিকা মাসুকা বেগমের দাফন সম্পন্ন
শিক্ষিকা মাসুকা বেগমের দাফন সম্পন্ন  © টিডিসি সম্পাদিত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ইংরেজি বিভাগের শিক্ষিকা মাসুকা বেগম নিপু (৩৪) বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (২১ জুলাই) রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সোহাগপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর আগে মাসুকা বেগম তার বড় বোন পাপিয়ার কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন মৃত্যুর পর যেন তার মরদেহ বোনের বাড়িতে আনা হয় এবং সেখানেই দাফন করা হয়।

মাসুকা বেগমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট চৌধুরী বাড়ি। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সিদ্দিক আহমেদ চৌধুরীর কনিষ্ঠ কন্যা। তিন ভাইবোনের মধ্যে মাসুকা ছিলেন সবার ছোট।

তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শিক্ষাজীবনে মেধাবী ও মানবিক গুণসম্পন্ন এ শিক্ষক সবার প্রিয় ছিলেন। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!