ডিবি পুলিশের অভিযানে কোটি টাকার ইয়াবাসহ আটক ১

ইয়াবা ট্যাবলেট উদ্ধার
ইয়াবা ট্যাবলেট উদ্ধার  © টিডিসি ফটো

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে কালাম হোসেন (২৫) নামের একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

রবিবার (১৩ জুলাই) গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত কালাম হোসেন (২৫) সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গার আব্দুল গফুরের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে খুলনা জেলা থেকে বড় ধরনের ইয়াবার চালান সাতক্ষীরাগামী একটি বাসে আসছে। বিষয়টি পুলিশ সুপার বাগেরহাটকে অবহিত করলে তার নির্দেশে জেলা ডিবির একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের বক্সের ভেতরে কালো রঙের একটি ক্যারেটের নিচে রাখা আমের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই চালান ধরতে সক্ষম হয়েছে বাগেরহাট জেলা ডিবি পুলিশ। ইয়াবাগুলো আমের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বাগেরহাট জেলা পুলিশ।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!