রমনা বটমূলে বর্ষবরণে বোমা হামলার রায় ঘোষণা শুরু

রমনা বটমূলে বোমা হামলা
রমনা বটমূলে বোমা হামলা  © সংগৃহীত

২০০১ সালের বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানে রমনা বটমূলে ঘটে যাওয়া ভয়াবহ বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা শুরু করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টা ২০ মিনিটে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা শুরু করেন।

আদালত জানায়, এদিন মামলার সাক্ষীদের বক্তব্য পাঠ করা হবে এবং সাজার রায় পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।

এর আগে, গত ৩০ এপ্রিল হাইকোর্ট ৮ মে ডেথ রেফারেন্স ও আপিল মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করে। মামলার শুনানি শেষ হয় ১৮ ফেব্রুয়ারি।

২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনের সময় রমনা বটমূলে ছায়ানটের আয়োজিত অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নয়জনসহ মোট ১০ জন নিহত হন এবং আহত হন অনেক দর্শক ও অংশগ্রহণকারী। এ ঘটনায় রমনা থানায় দুটি মামলা করা হয়—একটি হত্যা ও অপরটি বিস্ফোরক দ্রব্য আইনে।

২০০৬ সালের ১৯ নভেম্বর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তদন্তে গতি আসে। ২০০৮ সালের ২৯ নভেম্বর সিআইডি ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালত হুজি-বি নেতা মুফতি আবদুল হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: মুফতি আবদুল হান্নান, মাওলানা আকবর হোসাইন ওরফে হেলাল উদ্দিন, আরিফ হাসান ওরফে সুমন, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, মাওলানা আবু বকর, মাওলানা তাজউদ্দিন (সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই), হাফেজ জাহাঙ্গীর আলম ওরফে ওস্তাদ জাহাঙ্গীর। এদের মধ্যে চারজন কারাগারে এবং বাকিরা পলাতক রয়েছেন।

রায় ঘোষণার পর ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে আসামিরা ফৌজদারি ও জেল আপিল দায়ের করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ করে হাইকোর্ট বৃহস্পতিবার রায় ঘোষণা শুরু করেছে।

একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটি এখনও ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। ৮৪ সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার আত্মপক্ষ সমর্থনের শুনানি আগামী ১৭ মে নির্ধারিত রয়েছে।

উল্লেখ্য, সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের ফাঁসি ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!