বিএনপির মিছিলে হামলা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেপ্তার

নিজাম উদ্দিন চৌধুরী
নিজাম উদ্দিন চৌধুরী  © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার মামলায় নিজাম উদ্দিন চৌধুরী (৩৯) নামে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার চাতরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন চৌধুরী ৩নং রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি। তিনি একটি রাজনৈতিক সহিংসতার মামলার এজাহারভুক্ত আসামি। 

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চাতরী এলাকা থেকে  নিজাম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপির মিছিলে হামলা মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। 


সর্বশেষ সংবাদ