প্রাইভেটকার থেকে নেমে ছাগল তুলে নিয়ে চলে গেলেন তিনি
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM
জামালপুরের ইসলামপুর উপজেলায় হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে প্রাইভেটকারে করে দিনে-দুপুরে একটি খাসি ছাগল চুরির ঘটনা ঘটেছে। এয় ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে কয়েল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া খাসিটি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু সাইদ মন্টু বাঙালির পরিবারের পালিত বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী কাঁসারিপাড়া গ্রামের বাসিন্দা জিম ইসলাম জানান, দুপুরের দিকে তিনি দেখেন একটি সাদা রঙের প্রাইভেটকার এসে হাসপাতালের সামনের সড়কে থামে। গাড়ির সামনের অংশে প্লাস্টিকের কালো বাম্পার থাকলেও নম্বর প্লেট ছিল না।
শুধু পেছনে ঢাকা মেট্রো লেখা নম্বর প্লেট ঝুলানো ছিল। গাড়ি থেকে নেমে একজন ব্যক্তি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর হঠাৎ করে পাশে ঘাস খাওয়া অবস্থায় থাকা খাসিটি কোলে করে দ্রুত প্রাইভেটকারের ভেতরে তুলে নেন। পরে দ্রুতগতিতে স্থান ত্যাগ করেন।
আরো পড়ুন: ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এলাকাবাসী জানান, দিনে-দুপুরে এভাবে সংঘবদ্ধ চক্রের দুঃসাহসিক চুরি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। আশেপাশের সিসি ক্যামেরার মাধ্যমে গাড়ির পরিচয় শনাক্ত করা ও একইসঙ্গে এলাকার প্রবেশ এবং বাহিরের সড়কগুলোয় নজরদারি বাড়ানোরও আহবান জানিয়েছেন তারা।