ডিবি ও ছাত্রদলের পরিচয়ে চাঁদাবাজি-ছিনতাই, গ্রেফতার ৪
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ PM

ডিবি পুলিশ ও ছাত্রদলের পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে খুলনা মহানগরীতে চার যুবককে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও মোবাইল ফোন।
ঘটনাটি গত ১৭ এপ্রিল, বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনার সোনাডাঙ্গা থানার অন্তর্গত আন্দিরঘাট রোডের বাসিন্দা ইখতিয়ার উদ্দিন সুমন ঢালীর বাসায় ঘটে। ভুক্তভোগী সুমনের অভিযোগ অনুযায়ী, চারজন যুবক ডিবি পুলিশের পরিচয়ে তার বাসায় ঢুকে তাকে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তারা নিজেদেরকে ছাত্রদলের সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি দেখাতে থাকে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা সুমনকে মারধর করে ও ত্রাস সৃষ্টি করে তার কাছ থেকে দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সুমনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে চার যুবককে আটক করে এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতার করে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো: ১) মাসুদ রানা (২৩), খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র; ২) ফয়সাল মাহমুদ (২৪), বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র; ৩) সালাউদ্দিন (২৬), সুন্দরবন আদর্শ কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র; ৪) রিফাত পারভেজ রাফি (২১), সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র।
তাদের সবার স্থায়ী ঠিকানা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হলেও বর্তমানে তারা খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখতে আরও তদন্ত চলছে।
এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের জন্য স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।