বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা
রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- রংপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ১২:৪১ PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত রাতটার দিকে নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বিষয়টি ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।
স্বাধীন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি। ছাত্র রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় অনিয়ম করে সহকারী স্টেশন মাস্টার পদে চাকরিতে ঢুকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রংপুর নগরীর টাউনহল এলাকা থেকে মিছিল নিয়ে কাছারি বাজারের দিকে যাওয়ার সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা ও গুলি ছুড়তে থাকেন। হামলায় অনেকের আহতের সঙ্গে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদ। এ ঘটনায় তিনি গত ৭ নভেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: দেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি: প্রধান উপদেষ্টা
এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি সফিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, গ্রেপ্তার স্বাধীন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন থেকে তিনি পালিয়ে ছিলেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।