রেলের অনলাইন টিকিটে কালোবাজারি বিরোধী অভিযান, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মো. রাকিব মিয়া
গ্রেপ্তার মো. রাকিব মিয়া  © টিডিসি ফটো

কমলাপুর রেলওয়ে স্টেশনে অনলাইন টিকিটে কালোবাজারি বিরোধী অভিযান চালিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ কর্তৃক। অভিযানে পেশাদার কালোবাজারি মো. রাকিব মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২১ মার্চ) সকাল ৬.৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।

জানা যায়, ঢাকা-টু কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন তারিখের এগারো সিন্ধু গোধূলি/প্রভাতী/কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২১ টি আসনের টিকিট ও ০১ টি স্মার্ট মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয় রাকিবকে। এসব টিকিট সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক পেজে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করে সে। 

সে ১৮০ টাকার টিকিট ৪৫০/৫০০ টাকায় বিক্রি করে বলে স্বীকার করেছে। জিজ্ঞাসা বাদে আরো জানা যায়, সে তার নিজের ও পরিচিত ৪ জনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে মোট ৫টি রেলওয়ে সেবা অ্যাপস খোলে নিয়মিত ঢাকা টু কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন হতে সংগ্রহ করে থাকেন।

এরপর এ টিকিটগুলো ‘কিশোরগঞ্জ ট্রেন টিকিট বাই, সেল এন্ড এক্সচেঞ্জ’ নামক ফেসবুক পেইজ এর মাধ্যমে আগ্রহী যাত্রীদের নিকট টিকিট বিক্রয় করে বিকাশ/ নগদের মাধ্যমে টাকা সংগ্রহ করেন। এরপর গ্রাহকের মোবাইলে টিকিটের পিডিএফ কপি পাঠিয়ে দেন।  

উল্লেখ্য, গ্রেফতার আসামি ঈদ পরবর্তী কিশোরগঞ্জ টু ঢাকা রুটের অনলাইনভিত্তিক টিকিট কালোবাজারির প্রস্তুতিসহ ফেসবুকে প্রচারণা চালাচ্ছিল। তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। 

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence