জুলাই শহীদের মেয়েকে ধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ২১ মার্চ ২০২৫, ১১:৪৯ AM

পটুয়াখালীতে জুলাই আন্দোলনে শহীদ হওয়া এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার মূলহোতা সিফাত মুন্সিকে (১৯) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২১ মার্চ) ভোরে পিরোজপুরের নাজিপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন।
জানা গেছে, মঙ্গলবার (১৮ মার্চ) জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত করে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন কলেজ পড়ুয়া মেয়ে। বুধবার(১৯ মার্চ) নিজে বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি সাকিব মুন্সিকে (১৭) ওইদিনই গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ওসি জসিম উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনার মূলহোতা মো. সিফাত মুন্সিকে তার নানা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। এর আগে মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’