প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

অভিযুক্ত ছিদ্দিকুর রহমান
অভিযুক্ত ছিদ্দিকুর রহমান  © সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ছিদ্দিকুর রহমান (৬০) একই এলাকার বাসিন্দা।  

পুলিশ জানায়, গত ১৬ মার্চ সকালে লামার ৪ নম্বর আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সন্দীপ পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী একজন সিজোফ্রেনিয়া রোগী। ঘটনার সময় তার ছেলে ও ছেলের স্ত্রী কর্মস্থলে ছিলেন। বাড়িতে ছিলেন কেবল তিনি ও তার ৭ বছর বয়সী নাতি। সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টার মধ্যে অভিযুক্ত ছিদ্দিকুর রহমান বাড়িতে এসে ভুক্তভোগীকে ফুসলিয়ে বাড়ির পেছনের ঝিরিতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে।

পুলিশ আরও জানায়, ছেলের স্ত্রী কর্মস্থল থেকে ফিরে আসলে ভুক্তভোগীর নাতি ঘটনাটি জানায়। এরপর ওই নারী নিজেও তাকে ধর্ষণের কথা প্রকাশ করেন।  

ঘটনার পর অভিযোগ দায়ের করলে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারের নির্দেশনায় লামা থানাধীন আজিজনগরের ইসলামপুরের সন্দীপ পাড়া নামক এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দিন ও এর আগেও একাধিকবার ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেন।


সর্বশেষ সংবাদ