হিজাব না পরায় লাঠি হাতে রাস্তায় নারীদের হেনস্তা, সেই যুবক গ্রেপ্তার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫১ PM
সম্প্রতি রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর ওপর সহিংসতাকারী মো. রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। সোমবার (১০ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল থেকে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে রাসেল হোসেনকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে দৌড়ে পেটাতে দেখা যায়। হিজাব না পরায় তরুণী-নারীদের হেনস্তা করতে দেখা যায় তাকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে রাসেলকে গ্রেপ্তারের দাবি তোলেন।
এরই প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তারের তথ্য জানালো ডিবি।