‘ধর্ষণের’ শিকার শিশুটি লাইফ সাপোর্টে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান শিশুটির মামা ইউসুফ বিশ্বাস।

তিনি বলেন, ‘শিশুটিকে রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’

পরিবারের দাবি, বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ওই শিশু। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি থানায়।

এদিকে এ ঘটনায় শিশুটির দুলাভাই এবং তার বাবাকে আটক করেছে পুলিশ। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শিশুটির স্বজনরা ঢাকায় থাকায় এখনো মামলা হয়নি।  এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। 

এর আগে শিশুটি মাগুরার শ্রীপুর উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে আসে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সে অচেতন হয়ে পড়লে বোনের শাশুড়ি তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাগুরা হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে বেশ কিছু চিহ্ন রয়েছে।  তার জরায়ুকে রক্তক্ষরণ হয়েছে।


সর্বশেষ সংবাদ