ধর্ষণের শিকার ছাত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভাইরাল, প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন
মানববন্ধন  © টিডিসি

নীলফামারীর ডিমলায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।  শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একটি  ফেসবুক পেইজ থেকে ওই ছাত্রীর ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভাইরাল করা হয়। 

রবিবার (২ মার্চ) দুপুরে উপজেলার (শুটিবাড়ি মোড়) অম্লান চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহ্বায়ক শাকিল প্রধান, যুগ্ম সদস্য সচিব জিয়ারুল ইসলাম জিয়া, যুগ্ম সদস্য সচিব জাফর হোসেন জাকির, ডিমলা উপজেলা প্রতিনিধি, আশরাফুল ইসলাম, রাব্বি ইসলাম, নয়ন ইসলাম, মাসুদ ইসলাম প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন, সারাদেশে নারী শিশু নির্যাতন বেড়েই চলছে। জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন, অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, তাঁরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্র তার নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। আমাদের ডিমলায় সপ্তম শ্রেণি শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ঘরে বাইরে নারী নির্যাতন চলছে। নারী তাঁর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নয়।

তারা আরও বলেন, ডিমলার দুই ধর্ষণকারীকে গ্রেফতার করার পরে 'এনডিবি বাংলা নিউজ' ফেসবুক পেইজ ভিডিও ভাইরালের নেশায় স্কুল শিক্ষার্থীর ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভাইরাল করেন। এই জঘন্য ঘটনায় তীব্র নিন্দা জানাই। যারা ভিডিও ভাইরাল করছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। সাংবাদিকতা নামে অপ-সাংবাদিকতা বন্ধ করতে হবে। ধর্ষণ প্রতিরোধ করার জন্য গণসচেতনতা সৃষ্টির জন্য উপজেলা প্রশাসনকে কাজ করার আহ্বান জানান তারা।


সর্বশেষ সংবাদ