কুবিতে গাঁজা সেবনরত অবস্থায় তরুণ আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাঁজা সেবনরত অবস্থায় এক বহিরাগত তরুণকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, আটককৃত তরুণের নাম মো. জীবন। তার বয়স ১৯ বছর। সদর দক্ষিণ উপজেলার সালমানপুরে তার বাড়ি। 

আরো পড়ুন: সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগের ঘোষণার পর ডুয়েট ছাত্রদলের কমিটি স্থগিত

এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নাহিদা বেগম বলেন, শিক্ষার্থীরা আটক করে আমাদের কাছে নিয়ে আসলে তার জবানবন্দী নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

পুলিশ ফাড়ির সাব-ইনসপেক্টর মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা থানায় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।


সর্বশেষ সংবাদ