গলায় গামছা বেঁধে জবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোগো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোগো  © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আহাদ নামের এক শিক্ষার্থী গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সূত্রাপুর ভাড়া মেস বাসায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, আত্মহত্যার চেষ্টা করা আহাদ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।   

এসময় তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন।  

তার বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি। তবে তার হতাশার নির্দিষ্ট কারণ জানা যায়নি।


সর্বশেষ সংবাদ