সরকার পতনের পর গ্রেপ্তার, জামিনে বের হওয়ার পর ছাত্রলীগ থেকে পদত্যাগ

রকিবুল হাসান রনি
রকিবুল হাসান রনি  © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল পৌর শাখা (নিষিদ্ধঘোষিত সংগঠন) ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল হাসান রনি সংগঠন থেকে পদত্যাগ করেছেন। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। গণমাধ্যমের কাছেও পদত্যাগপত্র পাঠিয়ে ছাত্রলীগের আর কোনো কার্যক্রমে নিজেকে জড়াবেন না বলে জানিয়েছেন।

রকিবুল হাসান ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের বাসিন্দা। পৌর ছাত্রলীগের এই সভাপতি ৫ আগস্ট সরকার পতনের পর গত ২৪ অক্টোবর সন্ধ্যায় নিজ এলাকা থেকে গ্রেপ্তার হন। বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ১২ দিন কারাভোগের পর জামিনে বের হন তিনি।

পদত্যাগপত্রে মো. রকিবুল হাসান উল্লেখ করেছেন, ‘আমি একান্ত ব্যক্তিগত কারণে সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এর পরবর্তীতে আমি সংগঠনের কোনো কার্যক্রমের সঙ্গে জড়াব না।’ এই পদত্যাগপত্রটি ডাকযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বরাবরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রকিবুল হাসান।

জানা গেছে, একবার গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হলেও গ্রেপ্তার আতঙ্কে ছিলেন রকিবুল। এ কারণে পরিবার ও স্বজনেরা উৎকণ্ঠায় থাকেন। ওই অবস্থায় গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি থেকে বাঁচতে রাজনীতি থেকে সরতে চাপ শুরু করে পরিবার।

ছাত্রলীগ নেতা রকিবুল হাসান বলেন, ছাত্রলীগ করার কারণে গত অক্টোবরে গ্রেপ্তার হয়ে ভাঙচুর ও বিস্ফোরক মামলায় ১২ দিন জেল খেটে জামিনে ছাড়া পেয়েছি। একবার গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হলেও আবারও গ্রেপ্তার আতঙ্কে পরিবার ও স্বজনেরা উৎকণ্ঠায় থাকেন। বর্তমানে মা অসুস্থ। বাবা শুধু কান্নাকাটি করেন। পরিবারের সবাই চান, আমি আর রাজনীতি না করি। মূলত এসব কারণেই আমি পদত্যাগ করেছি।


সর্বশেষ সংবাদ