রাজশাহীতে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

মৌসুমী রহমান
মৌসুমী রহমান  © সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

গতকাল বুধবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী জেলা ডিবির ওসি আরিফ হাসান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী মৌসুমী রহমানকে গ্রেফতার করা হয়েছে।

মৌসুমী রহমান ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের লিফলেট বিতরণের কাজ করছিলেন। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে ২টি পরিবারের মাঝে লিফলেট বিতরণ করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ান তিনি। পরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও সেটি পোস্ট করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী লিফলেট বিতরণ করার কারণে আওয়ামী লীগ নেত্রী মৌসুমীর বাড়িতে অভিযান চালায় পুঠিয়া থানা পুলিশ এবং তাকে গ্রেপ্তার করে।


সর্বশেষ সংবাদ