গোপালগঞ্জের বিভিন্ন দেওয়ালে ‘শেখ হাসিনাতেই আস্থা’ পোস্টার
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ PM

গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে দেওয়ালে শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার টানানো হয়েছে। করা হয়েছে দেয়াল লিখনও। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা ও কোটালীপাড়া উপজেলা সদরের বিভিন্ন দেওয়ালে এ পোস্টার ও দেয়াল লিখন দেখা যায়। তবে পুলিশ বলছে বিষয়টি তাদের জানা নেই।
বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার সাটানো হয়েছে। পোস্টারে উপরে লেখা—‘আগেই ভালো ছিলাম’। পোস্টারের মাঝে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি। এরপরে লেখা, ‘শেখ হাসিনাতেই আস্থা’।
পোস্টারের একেবারে নিচের অংশে লেখা, ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স-গোপালগঞ্জ জেলা’। ধারণা করা হচ্ছে এই সংগঠন থেকে শুক্রবার দিবাগত রাতে এ পোস্টার ও দেয়াল লিখন করা হয়েছে।
বিশেষ করে, কোটালীপাড়া উপজেলা পরিষদের বাউন্ডারি দেওয়াল, পৌরসভার দেওয়াল, আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন অফিসের দেওয়ালে দেওয়ালে ছেয়ে গেছে এই পোস্টার। এমন পোস্টারে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভ্যানচালক, পথচারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের উৎসুক হয়ে এ পোস্টার দেখতে দেখা গেছে।
তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা বা গোপালগঞ্জে বিগত দিনে এ ধরনের কোন সংগঠন চোখে পড়েনি। নতুন এই সংগঠন সম্পর্কে জানার জন্য আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, পোস্টার লাগানোর বিষয়টি আমার জানা নেই। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।